শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয়: ড. কামাল
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:০২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয়। ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ৫ জানুয়ারির নির্বাচনের বিকল্প ছিল না’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষাপটে ডক্টর কামাল হোসেন একথা বলেন।
আজ শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩ : গণতন্ত্র, দল এবং রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের- বিআইজিডি’র নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।
বিরাজমান পরিস্থিতিকে অস্বাভাবিক মনে করছেন কামাল হোসেন। অবস্থার পরিবর্তনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, ‘কেবল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না। সংলাপ হতে হবে ছোট-বড় সব দলের মধ্যে। তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিৎ।’
কামাল হোসেন বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক, তবে সংবিধানের মৌলিকতার বিষয়ে সব দলের ঐক্য থাকতে হবে।’