শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত হয়ে হাসপাতালে নায়ক জন
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৫৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : ‘ওয়েলকাম’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জন আব্রাহাম। শুটিং চলছিল দুবাইয়ের এক মরুভূমিতে।
এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, সেই সময় মরুভূমিতে একটি ‘কার চেজ’-এর দৃশ্যের শুট হচ্ছিল। যেখানে জন একটি এসইউভি গাড়ি মরুভূমির ওপর দিয়ে চালাচ্ছিলেন।
আর সেখানেই গাড়ি উল্টে গিয়ে পিঠে আর কোমরে আঘাত পেয়েছেন বলিউডের এই হিরো। চোট এতটাই গুরুত্বর যে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়।
আর তখন তার উল্টো দিক দিয়ে ছুটে আসছিল একের পর এক গাড়ি। শুটিং শুরুর প্রথম কয়েক মিনিট দক্ষতার সঙ্গে নায়ক এই গাড়িগুলো কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কিছু সময় পরেই ঘটে অঘটন।
হঠাৎ করে গাড়ির ব্রেক দেন জন কিন্তু গতি খুব বেশি থাকায় টাল সামলাতে না পেরে একদিকে উল্টে যায় গাড়ি। এই দুর্ঘটনার পর জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।