শীর্ষে প্রাইম ব্যাংক
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৪০,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক :: কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে কলাবাগানের দেয়া ১৮৯ রানের টার্গেটকে সহজ করে দেন সৌম্য সরকার ও সৈকত আলি। দুজনের অর্ধশতকে ৮ ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আবাহনীকে টপকে গেছে তারা প্রাইম ব্যাংক। এদিকে আবাহনীকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর দেয়া ২০৫ রানের টার্গেট সহজেই টপকে যায় মুশফিকুর রহিমের প্রাইম দোলেশ্বর। দায়িদ মালানের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ম্যাচের ১১ বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় দোলেশ্বর।
আবাহনীর আল-আমিন হোসেন একাই নেন ৪ উইকেট।
সকালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুশফিকুর রহিমের দোলেশ্বর। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে আবাহনী।
আবাহনীর ওপেনিং জুটিতে ২৭ রান যোগ করেন আব্দুল মজিদ ও লিটন কুমার দাস। মজিদ ৫ রান করে ফিরে গেলেও ওয়ানডাউনে নামা ফরহাদ হোসেনকে নিয়ে দলীয় অর্ধশতক পার করেন লিটন। দলীয় ৬৬ ও ৭৪ রানে এ দুজনের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন নাসির হোসেন ও রকিবুল হাসান। দলীয় ১৩০ রানে নাসির হোসেন ৩১ রান করে সানজামুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিনত হন।
রকিবুল হাসানের ৪৪ ও জিয়াউর রহমানের ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত ২০১ রানের লড়াকু স্কোর গড়ে আবহনী।
প্রাইম দোলেশ্বরের মুক্তার আলী, সানজামুল ইসলাম ও ইলিয়াস সানি ২টি করে উইকেট নিয়েছেন।