শীর্ষস্থান হারালেন সাকিব
প্রকাশিত হয়েছে : ৮:০৩:১৪,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। ব্যক্তিগত র্যাংকিং চালু হওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন সাকিব। তবে এবার ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার এর মর্যাদা হারালেন সাকিব।
চলতি বিশ্বকাপে ব্যাট-বলে দারূণ নৈপুণ্য দেখিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন লংকান তারকা তিলকারত্নে দিলশান। চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে দিলশান সাকিবকে ছাড়িয়ে যান তিনি।
বর্তমানে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা দিলশানের অর্জন ৪০৯ পয়েন্ট। ১০ পয়েন্ট পিছিয়ে থেকে তার পরেই সাকিকের অবস্থান।
দিলশানের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেও টেস্ট ও টি২০ অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।