শীতে কাহিল পার্বতীপুরের মানুষ, সূর্যের দেখা মেলেনি
প্রকাশিত হয়েছে : ৬:০৩:৫৬,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শীতে কাহিল হয়ে পড়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মানুষ। এখনো সেখানে সূর্যের দেখা মেলেনি।
এদিকে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও বৃদ্ধরা। শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে। গ্রামাঞ্চলের মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। রেল জংশনের ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভীড় বেড়েছে।
এ বছর গরম কাপড়ের দাম বেশি হওয়ায় বেকায়দায় পড়েছেন দরিদ্র মানুষরা।