শিশু জিহাদকে উদ্ধারে পুনরায় কাজ চলছে
প্রকাশিত হয়েছে : ৫:০৭:১৮,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত সন্ধান চালিয়ে খোঁজ শাহজাহানপুরে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে যাওয়া শিশু মো. জিহাদের।
এদিকে শনিবার সকাল থেকে জিহাদকে উদ্ধারে পুনরায় কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দল।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্য পড়ে যাওয়া জিহাদের উদ্ধারকাজ।
ফায়ার সার্ভিস শিশু জাহিদকে খুঁজে না পাওয়া পযৃন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাবে বলে জানা গেছে।
জানা গেছে, জিহাদকে উদ্ধারের সর্বশেষ চেষ্টা হিসেবে পাইপের ভেতর থেকে দেশীয় পদ্ধতিতে ময়লা-আবর্জনা বের করে আনার চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মাধ্যমে আবর্জনার ভেতর কিংবা নিচে জিহাদ থাকলে তাকে উদ্ধার করা যাবে বলে মনে করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এমনটাই জানিয়েছেন।