শিশু আশ্রমে যৌন নিপীড়নের আখড়া!
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:১৮,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের যত্নাত্তির জন্য ক্যাথিলিক গির্জা পরিচালিত সেন্ট উইলিয়ামস কেয়ার হোম। ব্রিটেনের নিউ ইয়র্কশায়ারের অবস্থিত জনপ্রিয় এ শিশুআশ্রমটি বর্তমানে যৌন নিপীড়নের আখড়া হিসেবে বিবেচিত হচ্ছে। আশ্রমটির প্রাক্তন পরিচালক ও একজন চ্যাপলিনের (আনন্দদানকারী) বিরুদ্ধে ১০০টির বেশি শিশু যৌন নিপীড়নের প্রমাণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।
চ্যাপলিন অ্যান্টনি ম্যাককেলের বিরুদ্ধে ৩৯টি ও পরিচালক জেমস ক্যারেজহারের বিরুদ্ধে ৫২টি যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার তাদের ব্রিটেনের লিডসের ম্যাজেস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৭০ থেকে ৯৩ সাল পর্যন্ত অন্তত ২০টি শিশুর ওপর ক্রমান্বয়ে যৌন নিপীড়ন চালাতেন তারা। শিশুরা এর বাধা দিলে তাদের মৃত্যুর হুমকি দিতেন তারা।
ওই প্রতিষ্ঠানের তৃতীয় ব্যক্তি মাইকেল কারেনের (৬১) বিরুদ্ধে এর আগেই ওই আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তার বিরুদ্ধে এক শিশুকে যৌন নিপীড়ন এবং এ কাজে বাধা দেওয়ায় আরেক জনকে আঘাত করে মারাত্মক জখম করার অভিযোগ রয়েছে।
শিশুআশ্রমটির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ২০১০ সালে তদন্ত কাজ শুরু করা হয়। তাদের এ ঘৃণিত কাজের জন্য যাবজ্জীবন সাজা হতে পারে।