শিশিরকে নয়; ভক্তদেরই সেঞ্চুরি উৎসর্গ করেছেন সাকিব
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৪০,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: খুলনা টেস্টের প্রথম ইনিংসে করা সেঞ্চুরিটি কাকে উৎসর্গ করেছেন সাকিব? এমন একটা প্রশ্ন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কৌতুহলী করে রেখেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষকে। অবশেষে এই প্রশ্নের উত্তরও মিলেছে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজে। নিজের তৃতীয় টেস্ট শতকটি ভক্তদের উৎসর্গ করেছেন সাকিব। ফ্যানপেজের স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আপনাদের ভালবাসা আর সমর্থনের কারণেই আজকের এই আমি…এই সেঞ্চুরিটি আপনাদের সবার জন্যই উৎসর্গ করা হল..চলুন একত্রে একটি সুন্দর ও ইতিবাচক বাংলাদেশের পথে এগিয়ে চলি’।
উল্লেখ্য, মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। প্রায় ৩ বছর পর টেস্ট ক্যারিয়ারের আরেকটি (তৃতীয়) সেঞ্চুরির দেখা পান তিনি। খুলনা টেস্টের দ্বিতীয় দিনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর সাকিবের উদযাপনটি ছিলো একেবারেই ভিন্নতর। সেঞ্চুরির পর গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট না তুলে দুই হাতের আঙুল দিয়ে তৈরি করলেন হৃদয়, আর তা গ্যালারির দিকে দেখিয়ে শতকটি উৎসর্গ করেন। তবে তা কার উদ্দেশ্যে, তা নিয়ে একটা কৌতুহল ভর করেছিল স্টেডিয়াম ভর্তি দর্শক ও মিডিয়াকর্মীদের মনে। অনেকেই ধারণা করেছেন- এটা হয়তো স্ত্রী শিশিরের উদ্দেশ্যেই করেছেন সাকিব। তবে ফেসবুক ফ্যানপেজের স্ট্যাটাস সাকিব বুঝিয়ে দিয়েছেন, দুঃসময়ে সমর্থন ও ভালবাসা জানানো ভক্তদের ভুলেননি তিনি। তাই সেঞ্চুরিটি তাদেরই উৎসর্গ করেছেন।