শিলংয়ের বিশেষায়িত হাসাপাতালে নেয়া হয়েছে সালাহ উদ্দিনকে
প্রকাশিত হয়েছে : ১২:৫১:২৩,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের বিশেষায়িত হাসপাতাল ‘নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্স এ্যান্ড মেডিসিন হাসপাতাল’-এ নেয়া হয়েছে।
শিলংয়ের এই বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালাহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে শারীরিক সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বুধবার বিকেলে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে তাকে ‘নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্স এ্যান্ড মেডিসিন হাসপাতাল’-এ নেয়া হয়। সিভিল হাসপাতালের চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে।