শিবপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪৭,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নরসিংদী শিবপুর উপজেলার তেলিয়া বাজার-সংলগ্ন মাঠে গতকাল বুধবার বিকাল ৩টায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধার সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের সহ-সভাপতি ছিলেন পুটিয়া ইউপি ২নং ওয়ার্ড সদস্য শাহিনুর রহমান শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন,পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন গাজী ঝিনু, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাহবুবুল আলম মোল্লা তাজুল প্রমুখ।
প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ১৯টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে কিশোরগঞ্জের পিরোজপুর থেকে আগত আঙ্গুর মিয়ার ঘোড়াটি প্রথম এবং ময়মনসিংহ থেকে আগত সঞ্জয় কুমারের ঘোড়াটি দ্বিতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কার ছিল ২১ ইঞ্জি রঙিন টেলিভিশনসহ ১০টি পুরস্কার।