শিগগিরই হাসপাতাল ছাড়বেন সিনিয়র বুশ
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:২৮,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (সিনিয়র) শিগগিরই হাসপাতাল ছাড়বেন বলে জানিয়েছেন জিম ম্যাকগ্রেথ নামে তার এক মুখপাত্র।
৯০ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে গত মঙ্গলবার হাউসটন হাসপাতালে ভর্তি করা হয়।
জিম ম্যাকগ্রেথ বলেন, ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করেছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তার ছেড়ে দেওয়ার তারিখ নিয়ে আলোচনা করছেন।
তবে পর্যবেক্ষণের জন্য তাকে আরো কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও জানান ওই মুখপাত্র।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি মাসে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন এবং কাশিজনিত সমস্যায় সাত সপ্তাহের জন্য হাসপাতালে ছিলেন এই সাবেক প্রেসিডেন্ট।
সর্বশেষ, গত ২৩ নভেম্বর তাকে জনসম্মুখে দেখা যায়।