শিগগিরই ডিসিসি নির্বাচন, প্রস্তুতি নিন
প্রকাশিত হয়েছে : ১১:০১:১৩,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি নিন। যারা কাউন্সিলর পদের নির্বাচন করতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিন। কারণ খুব শিগগিরই নির্বাচন শুরু হবে।’
বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামী ২০ ফেব্রুয়ারি মহানগর ১৪ দলের গণমিছিলের পূর্ব প্রস্তুতি উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
মায়া বলেন, ‘খালেদা জিয়া এখন আর বিএনপির নেত্রী নেই, পেট্রোলবোমার নেত্রীতে পরিণত হয়েছেন। আমি তাকে বলবো, স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুন। না হলে জনরোষে আপনার অস্তিত্ব বিলিন হয়ে যাবে।’
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মায়া আরো বলেন, ‘খালেদা জিয়ার পায়ের তলায় মাটি নেই। শুধু পায়ের তলা নয়, কোনো জায়গাতেই তার মাটি নেই। তিনি এখন ভাসমান।’ এছাড়া ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ফুল দিতে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করবে নগর আওয়ামী লীগ।