‘শিক্ষা দারিদ্র্য দূরীকরণের প্রধান হাতিয়ার’
প্রকাশিত হয়েছে : ৮:৩০:১০,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শিক্ষা দারিদ্র্য দূরীকরণের প্রধান হাতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, শিক্ষার হার যত বাড়বে দেশ থেকে দরিদ্রতা ততই কমবে। তাই বর্তমান সরকার শিক্ষায় বিনিয়োগ করছে। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পড়ালেখা করুক। ভাল ফলাফল করে সুন্দর জীবন গড়ে তুলুক। আমরা হানাহানি চাই না।
মঙ্গলবার গণভবনে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৪ সমাপণী পরীক্ষার ফল প্রকাশ করেন এবং নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ স্বস্তিতে রয়েছে। কিন্তু এই সময় বিএনপি-জামায়াত হরতাল দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। মানুষ হত্যা করছে। নোয়াখালীতে এক শিক্ষিকাকে হত্যা করেছে তারা। দেশের মানুষ এসব প্রতিহত করবে বলেও তিনি উল্লেখ করেন।