শিক্ষার্থীদের লেখাপাড়ায় মনযোগী হতে হবে
প্রকাশিত হয়েছে : ১:০৪:০৪,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, শুধু রাজনীতি করলে চলবেনা ভালভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে দেশ গড়তে হবে।
বুধবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মা-বাবার কষ্টে অর্জিত আয়ে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ভালোভাবে লেখাপড়া করে তাদের মুখ উজ্বল করতে হবে এবং ভবিষ্যৎ সুনাগরিক হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, অধ্যাপক মো. ফয়জুল্লাহ, কৃষক লীগের সভাপতি এখলাছুর রহমান, সমাজসেবক সৈয়দ মোস্তাক আলী, ছাত্রলীগের সাবেক ভিপি আব্দুল মতিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেজে একটি একাডেমি ভবন নির্মাণ করে দেওয়া হবে। পরে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।