শিক্ষামন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:২২,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৪
মো: আবদুল্লা আল আমীন
শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আর আগের মেয়াদের শিক্ষামন্ত্রী দীপু মনি পাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে নতুন মন্ত্রী সভায় শিক্ষা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্বে কেউ থাকছেন না।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে। নওফেল এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।