শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে ছাত্রলীগ-শিবির উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১০:২৬:০২,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শিবির নিয়ন্ত্রণ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রলীগকে অংশ নিতে বাধা দিয়েছে শিবিরের নেতাকর্মীরা। বুধবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এনিয়ে শিবির-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রাম কলেজ সূত্র জানায়, বিকাল তিনটার দিকে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস(সাধারণ) আন্তঃ ব্যাচ সমন্বয় কমিটি চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অংশ নেওয়া কথা ছিল।
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রাম কলেজের সবগুলো ফটকে আগে থেকে অবস্থান নেয় শিবিরের কয়েক’শ নেতাকর্মী। বিকাল তিনটার দিকে ছাত্রলীগের কর্মীরা হোস্টেল গেইট দিয়ে প্রবেশ করতে গেলে শিবির কর্মীরা বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ কর্মীরা কলেজের প্রধান ফটক দিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করে। সেখানেও শিবির কর্মীরা তাদের বাধা দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের ভেতরে অবস্থান নিয়েছে ছাত্রশিবির। কলেজের ফটকের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ আরিফ বাংলানিউজকে বলেন,‘শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে প্রবেশ করতে চাইলে শিবিরের কর্মীরা বাধা দিয়েছে।’
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার সৈয়দ আবদুর রউফ বলেন,‘কলেজে শিক্ষকদের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ছাত্রদের অংশ নেওয়ার কথা ছিল না। কিন্তু একপক্ষ অংশ নিতে চাইলে ছাত্রদের আরেকটি পক্ষ বাধা দেয়। এ নিয়ে ছাত্রদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বড় কোন ঘটনা ঘটেনি। কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’