শাহ আমানতে ফ্লাইট উঠানামা ব্যহত
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৪৪,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট উঠানামা মারাত্বকভাবে ব্যহত হচ্ছে।
শনিবার ভোর থেকে চট্টগ্রামে ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকালে একটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে নামতে পারেনি। চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি দুটি অভ্যন্তরীণ ফ্লাইট। সকাল সাড়ে ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিলো চট্টগ্রাম।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার নুর-ই-আলম জানান, কুয়াশার কারণে শনিবার সকাল পৌনে ৯টায় নির্ধারিত আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। একই কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি অভ্যন্তরীণ ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করতে পারেনি। কুয়াশা কেটে গেলে বিমানগুলো বিমানবন্দর ত্যাগ করবে বলে কর্তৃপক্ষ জানায়।