শাহরুখ খানের অজানা কিছু তথ্য!
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:০১,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: শাহরুখ স্টারডমের এক নতুন ডেফিনেশন শিখিয়েছে।২৩টা বছর ধরে সর্বস্তরের মানুষকে এন্টারটেইন করেছে। হাঁসিয়েছে,কাঁদিয়েছে ,রোমান্স করতে শিখিয়েছে। এই সুযোগে শাহরুখের ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস নিয়ে দুটো লাইন লিখা।
→ শাহরুখের আসল নাম ‘আব্দুল কাদের খান’.. নামটা তার নানী রেখেছিলেন .. আর শাহরুখ নামটা রেখেছেন তার বাবা (তাজ মোহাম্মদ) শাহরুখ তার বাবাকে ‘ইয়ার’ (বন্ধু) বলে ডাকতেন।
→ কিছু পরিসংখ্যানঃ শাহরুখ ৫৫৫ কে তার সব থেকে লাকি নাম্বার মনে করেন… ফোন,মোবাইল,গাড়ি সবকিছুর নাম্বারেই ৫৫৫ সংখ্যাটা থাকবেই থাকবে।
নয়টা মুভিতে এসআরকের নাম ছিল রাহুল আর ছয়টাতে রাজ। ২৩ বছরের ক্যারিয়ারে মি. খান ৬টা মুভিতে নেগেটিভ রোল প্লে করেছেন আর ১৬টা মুভির শেষ দৃশ্যে মারা গেছেন।তিনি টোটাল ১৪টা মুভির প্রোডিউসার ছিলেন। এসআরকে ২৩ বছরে ২২৬টা এ্যাওয়ার্ডসের নমিনেশন পেয়েছেন যার ভিতর ২০৭টা জিতেছেন (!)।
তারসাথে২৯বার বেস্ট অ্যাক্টরসের এ্যাওয়ার্ডও জিতেছেন.. এছাড়া ২৬টা মুভিতে ক্যামিও করেছেন।
→ পঙ্কজ উদাসের কনসার্টে কাজ করে শাহরুখ জীবনে সর্বপ্রথম ৫০ রুপি ইনকাম করেন।আর সে টাকাটা দিয়ে আগ্রার তাজমহল দেখতে যান।
→ শাহরুখ বিয়ে করেন তার বহুদিনের গার্লফ্রেন্ড গৌরিকে। গৌরি খানের বয়স যখন ১৪ বছর শাহরুখ তাকে প্রপোজ করেন। তখন শাহরুখ ১৮ বছরের ছিলেন। আর ধর্মের বিভেদ থাকার কারনে প্রথম প্রথম এ বিয়েটা কেউই মেনে নেয় নি।
→ স্কুল জীবনে শাহরুখ খান হিন্দিতে সব থেকে কম মার্কস পেতেন। এজন্য প্রায়শই মা’র কাছে বকা খেতেন। একবার মা’র সাথে চ্যালেঞ্জ ধরে হিন্দিতে ভাল মার্কস পান আর উপহার হিসেবে “জোশিলা” মুভিটি দেখার সুযোগ পান।
→ প্রিয়-অপ্রিয়ঃ প্রিয় খাবার- চিকেন আর কমলা ; প্রিয় পানীয়- পেপসি ; প্রিয় অভিনেতা অভিনেত্রী- দিলিপ কুমার,মুমতাজ ; প্রিয় রেস্টুরেন্ট- চায়না হোয়াইট (মুম্বাই)।এছাড়া তিনি ঘোড়া চড়তে খুব ভয় পান। আর আইসক্রিম খেতে একদমই পছন্দ করেন না।