শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ২:২০:২৬,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ মোড়ের পুলিশ বক্সের সামনে বেলাল এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী মামুন জানান, বাসটি আগুনে জ্বলছিল। তখনও পর্যন্ত আগুন নেভানোর জন্য কাউকে দেখা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গেছে।
শাহবাগ থানার এসআই জাফর জানান, শাহবাগ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আগুন নেভানোর কাজ চলছে।
তিনি জানান, বেলার এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি মতিঝিল থেকে উত্তরা যাচ্ছিল।