শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, আহত ১
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:০৫,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিতে যাওয়ার সময় শাহবাগে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়।
এতে একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বর্তমানে শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান করছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জলকামান নিয়ে সেখানে অবস্থান করছে বলে জানা যায়।