শাহজালাল থেকে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ
প্রকাশিত হয়েছে : ৪:০৪:৫৪,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ লাখ টাকার বিদেশী ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার বিকাল সাড়ে ৩টায় বিমানবন্দরের ফ্রেইট গেটে আমদানি করা পোশাকের ভেতর তল্লাশি চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শাহীদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ওষুধ ক্যান্সার প্রতিরোধ ও প্রসূতি নারীর চিকিৎসায় ব্যবহার করা হয়।
তিনি জানান, ওষুধের চালানটি থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে আনা হয়েছে। ওষুধগুলো ক্যান্সার প্রতিরোধ ও প্রসূতি নারীর চিকিৎসায় ব্যবহৃত হয়। এসব ওষুধের বাজারমূল্য ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।