শাহজালালে ৩৪ লাখ টাকার দিরহামসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৩৫,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৬১ হাজার দিরহামসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। দিরহামগুলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা।
সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম আব্দুল মতিন। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক অরিন্দম চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ডিপার্চার হল থেকে আব্দুল মতিনকে আটক করা হয়েছে। এসময় তার লাগেজ তল্লাশি করে দিরহামগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, দুবাইয়ের ইকে-৫৮৩ ফ্লাইটে করে মতিনের দুবাই যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।