শাহজালালে সৌদি রিয়ালসহ এক যাত্রী আটক
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক ::
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬ হাজার সৌদি রিয়ালসহ আবু হান্নান লাবলু (৩২) নামে এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শাহজালাল বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় অর্থ পাচারের চেষ্টাকালে ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৯৭ প্লেনের যাত্রী হান্নান । ৪ নম্বর বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় গতিবিধি সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে ৯৬ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়।