শাহজালালে পাকিস্তানী নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৪৫,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ লাখ ভারতীয় রূপীসহ এক পাকিস্তানী নাহরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃত ওই পাকিস্তানী নাগরিকের নাম মোহাম্মদ ইমরান। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকায় ট্রলি স্ক্যানিং
করার সময় বিপুল পরিমান এ বৈদেশিক মুদ্রার চালানসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস এর যুগ্মকমিশনার কাজী মো: জিয়া উদ্দিন এ
ভারতীয় রূপী আটকের খবরটি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কাস্টমস সুত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কাতার এয়ারলাইন্সের (কিউআর-৬৩২) নম্বরের বিমানটি ঢাকায় আসে। আর ওই বিমানের যাত্রী
ছিল পাকিস্তানী নাগরিক মোহাম্মদ ইমরান। বিমানবন্দরে নামার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইমরান তার মালামাল ট্রলিতে ভর্তি করে বিমানবন্দরের
গ্রীণ চ্যানেল পার হচ্ছিল। এসময় তার মালামাল ট্রলিসহ স্ক্যানিং মেশিনে দিলে কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়। তখন কাস্টমস’র সহকারী
কশিশনার ইসরাত জাহান রুমাসহ ডিউটিরত কর্মকর্তারা ওই ট্রলিতে তল্লাশী চালিয়ে ৫০০ও ১ হাজার টাকা নোটের ভারতীয় প্রায় ৮০ লাখ রূপী
উদ্ধার করে এবং পাকিস্তানী নাগরিক মোহাম্মদ ইমরানকে আটক করে।
পরে কাস্টমস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আটককৃত পাকিস্তানী নাগরিক বৈদেশিক মুদ্রা চালানের কথা স্বীকার করেছে। আটককৃত ভারতীয় মুদ্রাগুলো
কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহাম্মদ ইমরান কাস্টমস এর হেফাজতে ছিল। এ ব্যাপারে বৈদেশিক মুদ্রা
পাচারের অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়।