শাহজালালে চার কেজি স্বর্নসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৫৮,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার জানান, শুক্রবার সকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে বিমানবন্দর পৌঁছান এক যাত্রী। মিজানুর রহমান নামের ঐ যাত্রী ইমিগ্রেশন শেষ করে কৌশলে গ্রিন চ্যানেল দিয়ে বাইরে চলে আসেন।
এসময় তার গতিবিধি নিয়ে আর্মড পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি তিনি পুলিশের সঙ্গে কথা না বলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আর্মড পুলিশ সদস্যরা তাকে আটক করে। এর সময় তার কাছ থেকে এক কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করে। বর্তমানে তিনি আর্মড পুলিশের তত্বাবধানে রয়েছেন।