শার্লি হেবদো হামলার ঘটনার নিন্দায় মুসলিম সমাজ
প্রকাশিত হয়েছে : ১২:৫১:০৮,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকা নিয়ে বেশ আগে থেকেই আলোচিত-সমালোচিত ফ্রান্সের শার্লি হেবদো শ্যাটায়ার ম্যাগাজিন অফিসে গত ৭ জানুয়ারি হামলার ঘটনায় মুসলিমরাও নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করেছে। হামলাকারীরা যদিও দাবি করেছিলো, ইসলামকে অবমাননার কারণে এই হামলা করেছে তারা, কিন্তু তাদের এই যুক্তি আমলে নেননি বেশিরভাগ মুসলিমই।
ইতোমধ্যে কায়রোর আল-আযহার বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘অপরাধ’ বলে আখ্যা দিয়ে জানিয়েছে, ইসলাম কখনো এধরণের হামলাকে সমর্থন করে না। এবার দেখা গেল খোদ ফ্রান্সে বসবাসরত মুসলিমরা ‘আমি চার্লি’ লেখা প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এই হামলার।
এই হামলায় নিহতরা হলেন- ম্যাগাজিনটির সম্পাদক এবং কার্টুনিস্ট স্টিফেন শারবোনিয়ের (চার্লি) (৪৭), কার্টুনিস্ট- জিন (৭৬), বারনার্ড টিগনাস (৫৭), জর্জ ওলিনস্কি (৮০) এবং ফিলিপ হোনোরে (৭৩), অর্থনীতিবিদ এবং নিয়মিত ম্যাগাজিন কলামিস্ট বারনার্ড মারিস (৬৮) যিনি পাঠক সমাজে আঙ্কেল বারনার্ড নামে পরিচিত, প্রুফ রিডার মুস্তফা ওরাড, কলামিস্ট ইসা সায়াত (নারী), অতিথি মাইকেল রেনাউড যিনি ক্ল্যারমোন্ট শহর থকে এসেছিলেন, কেয়ারটেকার ফ্রেডারিক বইস্যুঁ (৪২) এবং পুলিশ অফিসার ফ্র্যাঙ্ক ব্রিনসোলারো এবং আহমেদ মেরাবেত (৪২)। এদের মাঝে ফ্র্যাঙ্ক ব্রিনসোলারো ম্যাগাজিনটির সম্পাদক স্টিফেনের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রসঙ্গত, সম্পাদক স্টিফেন হত্যার হুমকি পাওয়ার পর থেকেই ফ্রান্স সরকার তার নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ দেয়।