শামীমাবাদে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : গুলিবিদ্ধ ২
প্রকাশিত হয়েছে : ৬:৫২:৫৩,অপরাহ্ন ১২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর শামীমাবাদে(প্রকাশিত বাগবাড়ি) এলাকায় সোমবার রাত সাড়ে ১০টায় সরকারি দলের দু’পক্ষের সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন-ইমরান আহমদ(২২) ও নোমান (২০)। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট ওসমানী হাসপাতাল থেকে সোমবার দিবাগত রাত ২টার দিকে ইমরানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার ডান চোখে ও মাথায় গুলি লেগেছে। গুলিবিদ্ধ অপরজনের শুধু মাথায় গুলি লাগে। তিনি সিলেট ওসমানী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
একটি সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরুজ বাঙালি ও আফতাব আলী গ্রুপের লোকজনের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা তাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়।
কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।