শামসুজ্জামান দুদু গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৪৯,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: রোববার রাতে মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুজ্জামান দুদু মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।