শাবি সংঘর্ষ: আজ খুলেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি : ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:১৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
স্টাফ রিপোর্টার::
শনিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতের ব্যপক নিরাপত্তার মধ্য দিয়ে ক্লাস শুরু হয়েছে। পুরো ক্যাম্পাসে ছিলো পুলিশি নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় আইডি কার্ড ব্যথিত কাউকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। যে কোন ধরনের অপৃতীকর ঘটনা রোধ করতে প্রস্তুত ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
গত বিশ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র সুমন চন্দ্র দাস নিহত হওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টিত কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় কতৃপক্ষ। কয়েকদিন ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র সুমন চন্দ্র দাস নিহত হয়।