শাবি শিক্ষক সমিতির সভা আহবান : গঠনতন্ত্র অমান্যের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৪৪,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং কিছু সংখ্যক শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বুধবার বেলা ১১টায় শাবি শিক্ষক সমিতির এক জরুরী সাধারন সভা আহবান করা হয়েছে। মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক মো. কবীর হোসেন এবং যুগ্ম সম্পাদক ড. মো. সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সভা আহবান করা হয়। আহুত সভা ডাকার মাধ্যমে সমিতির গঠনতন্ত্র অমান্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমিতির সাধারন সম্পাদক। সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মো. আবদুল গনি স্বাক্ষরিত বিবৃতিতে জানান, শাবি শিক্ষক সমিতির সভাপতি ও যুগ্ম সম্পাদকের স্বাক্ষরিত জরুরী সাধারন সভার একটি বিজ্ঞপ্তির চিঠি সকলের দৃষ্টিগোচর হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সমিতির উক্ত সভা আহবান গঠনতন্ত্রের ধারা ৭(ক), (গ), ৮(চ), ৯(খ) এবং ১১(খ) এর সুস্পষ্ট লংঘন। সমিতির গঠনতন্ত্র অনুসারে আহুত সভাটি সমিতির ঐক্যের জন্য হুমকি স্বরূপ এবং সম্পূর্ণ অবৈধ। উক্ত সভাকে অবৈধ অ্যাখ্যায়িত করে সভায় উপস্থিত না হওয়ার জন্য শিক্ষকদের আহবান জানান।
গঠনতন্ত্র অনুসারে ধারা ৭(ক): সংসদ সমিতির সকল কার্যক্রম সংগঠিত ও নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব পালন করিবে। ধারা ৭(গ): সংসদ কোন জরুরী পদক্ষেপ লইবার প্রয়োজন মনে করিলে তাহা লইতে পারিবে। তবে এই ধরনের পদক্ষেপ লওয়ার পর তাহা সমিতির পরবর্তী সাধারণ সভায় রিপোর্ট করিতে হইবে। ধারা ৮(চ): কোন জরুরী পরিস্থিতিতে তাৎক্ষনিক কোন ব্যবস্থা গ্রহণ প্রয়োজন মনে করিলে সভাপতি-সাধারন সম্পাদকের সঙ্গে পরামর্শক্রমে সেই ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং বিষয়টি সম্পর্কে সাত দিনের মধ্যে কার্যকরী সংসদের নিকট অনুমোদনের জন্য পেশ করিবেন। ধারা ৯(খ): সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সম্পাদক সাধারন সম্পাদকে দায়িত্ব পালন করিবেন। ধারা ১১(খ): সভাপতির সহিত পরামর্শক্রমে সাধারন সম্পাদক সভার কার্যসূচী নির্ধারণ ও সভা আহবান করিবেন।
সাধারন সম্পাদক প্রফেসর ড. মো. আবদুল গনি জানান, শাবি শিক্ষক সমিতির ১১জন কার্যকরি সদস্যের মধ্যে সহ-সভাপতি, সাধারন সম্পাদক ও ৫জন কার্যকরি সদস্য ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচিতে রয়েছে। আমাদের কাউকে না জানিয়ে অবৈধ ভাবে গঠনতন্ত্র অমান্য করে এ সভা আহবান করেছে সমিতির সভাপতি-যুগ্ম সম্পাদক। এছাড়া অপর আরেক সদস্য দেশের বাইরে রয়েছেন।