শাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ধূমপান
প্রকাশিত হয়েছে : ১:০৮:৪০,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রকাশ্যে ধূমপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. এমদাদুল হক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উন্মুক্ত স্থানে ধূমপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিক্ষাথীদেরকে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে ধূমপান না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রক্টরিয়াল বডি মনে করে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন।’
উন্মুক্ত স্থানে ধূমপান করলে তার শাস্তি কি হবে এমন প্রশ্নের জবাবে প্রক্টর মো. এমদাদুল হক সাংবাদিকদের জানিয়েছেন, যেহেতু প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে উন্মুক্ত স্থানে ধূমপানের ব্যাপারে কোনো শাস্তির বিধান রাখা হয়নি, সেহেতু কেউ উন্মুক্ত স্থানে ধূমপান করলে তাকে প্রচলিত আইনে শাস্তি পেতে হবে।