শাবিপ্রবির ঘটনায় আরও ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৫৯,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ছাত্র নিহতের ঘটনায় শনিবার দুপুরে আরও চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতার কর্মীরা হলো, গণেন্দ্র চন্দ্র দাস, বিদ্যুৎ দাস, নারায়ণ চন্দ্র দাস ও সুমন মিয়া। তারা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানিয়েছেন জালালাবাদ থানা ওসি আখতার হোসেন।
ওসি জানান, শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকা থেকে চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে কোর্টে চালান দেওয়া হবে।
গত বৃহস্পতিবার ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের উত্তম-অঞ্জন গ্রুপের সঙ্গে সঞ্জীবন চক্রবর্তী পার্থ গ্রুপের সংঘর্ষ হয়। এতে সুমন দাস (২২) নামে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মামলা সূত্রে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কোতোয়ালি ও জালালাবাদ থানা পুলিশ ২৭ জন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।