শাবিতে সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:১৯:০২,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০তম সিন্ডিকেট সভায় ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় শিক্ষকদের ইন্দন রয়েছে ছাত্রলীগের দুই পক্ষই পাল্টাপাল্টি এমন অভিযোগ করলেও তাদের রাজনৈতিক কার্যক্রম রয়েছে স্বাভাবিক। স্থগিত শিক্ষক সমিতির কার্যকরী সংসদের ২০১৫ কার্যমেয়াদী নির্বাচনী তফসিল সোমবার পুরনায় ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচনে কমিশনার অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি বিকাল ৪টায় মনোনয়ন পত্র দাখিল ও বিকাল ৫টায় মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ সময়। প্রাথমিক পার্থী তালিকা প্রকাশ ১৫ জানুয়ারি।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ১৮জানুয়ারি দুপুর ১টায় এবং একই দিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার।
তবে ছাত্র সংগঠনের বিভিন্ন নেতারা দাবি করছেন, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ না করার মাধ্যমে নিজেদের দায় এড়িয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বন্ধ রেখে নিজেরা রাজনৈতিক কার্যকম চালানো অযৌক্তিক।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষকদের বিভিন্ন গ্রুপের দাবির প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি স্থগিত করা হয়।