শাবিতে বিভাগীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ১৭ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১১:৪১:২৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড সিলেট বিভাগীয় প্রতিযোগীতা আগামী ১৭ জানুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। রোববার প্রতিযোগীতার সদস্য সচিব অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চমবারের মত অনুষ্ঠেয় এই অলিম্পিয়াডে সিলেট বিভাগের স্কুল কলেজের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নিবে পারবে। ক্যাটাগরি ‘এ’ তে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষীর্থীরা, ক্যাটাগরি ‘বি’ তে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং ক্যাটাগরি ‘সি’ তে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শিক্ষার্থীদেরকে www.bdpho.org ওয়েবসাইটে গিয়ে ১৪ জানুয়ারী রাত ১২টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১৭ জানুয়ারী সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতায় অংশ নেয়া প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরষ্কৃত করার পাশাপাশি ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ে অংশ নিবে।-বিজ্ঞপ্তি