শাবনূরের আজ জন্মদিন
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৪২,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: অভিনয় জগতে পথ চলতে চলতে জনপ্রিয় অভিনেত্রী শাবনূ্রের অনেকগুলো বছর কেটে গেল। আজ ১৭ ডিসেম্বর তার ৩৫ তম জন্মদিন।
শাবনূরের অভিনয় জগতে পা পড়ে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমাটির মধ্য দিয়ে। এ পর্যন্ত তার একশ’রও বেশি সিনেমাতে অভিনয় করা হয়েছে। শাবনূরের শেষ অভিনীত সিনেমা হল মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়।
জানা যায় আগামী বছরে চিত্রনায়িকা শাবনূর পরিচালনার আসনে বসবেন। এবার দেখার বিষয় অভিনয়ের পাশাপাশি শাবনূর চলচ্চিত্র পরিচালনায় কতটুকু দক্ষতা দেখাতে সক্ষম হন।