শান্তিরক্ষা মিশনে আরো সেনা কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ৯:১১:৪১,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
জাতিসংঘ সদরদপ্তর ও শান্তিরক্ষা মিশনগুলোর প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে আরো সেনা কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সশস্ত্র বাহিনী ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনুকরণীয় দক্ষতা প্রদর্শন করে বিশ্বের বিভিন্ন সহযোগী সংস্থা ও শান্তিরক্ষা মিশনে সুনাম ও শ্রদ্ধা অর্জন করেছেন। একই সঙ্গে বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করে সে দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের মানুষও আপনাদের অবদান চিরকাল স্মরণ করবে।শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশিরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া, শান্তিরক্ষা মিশনগুলোর গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সেনা অফিসার নিয়োগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।