শাটলে উঠতে গিয়ে চবি ছাত্র আহত
প্রকাশিত হয়েছে : ২:২৬:২৮,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে উঠতে গিয়ে মেহেদী হাসান (২০) নামে এক ছাত্র আহত হয়েছেন।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের ট্রেনে নগরীর ষোলশহর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র।
পুলিশ জানায়, মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য দৌড়ে শাটল ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। চলতি ট্রেনে উঠতে গেলে রেল লাইনে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে ভর্তি করেন।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর আহত মেহেদীকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।