শাজাহান খানের বিরুদ্ধে মানহানি মামলা
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৩৭,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উন্মাদ পাগল কুলাঙ্গার ও চরিত্রহীন বলায় এবার মানহানি মামলার আসামি হলেন নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।
মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আসামির এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামিম কবির চৌধুরী এ মামলাটি দায়ের করেন।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ ডিসেম্বর মাগুরা সার্কিট হাউজে এক আলোচনা সভায় শাহজাহান খান তারেক রহমানকে উন্মাদ কুলাঙ্গার চরিত্রহীন বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য পরদিন দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। বাদী তা দেখে সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করেন।
আসামির এ বক্তব্যে তারেক রহমানের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে বাদী তার মামলার অভিযোগে উল্লেখ করেন।
বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আলী খান হাসান।