শাকিবের নেতৃত্বে শপথ নিলেন শিল্পীরা
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৩৯,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে শপথ নিলেন শাকিব খান। ৭ ফেব্রুয়ারি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এবারের নির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখানে পুনরায় নির্বাচিত সভাপতি শাকিব খানের পাশাপাশি শপথ নেন নতুন সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনিবাহী সদস্য মৌসুমী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডন প্রমুখ।
শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব গ্রহণ করেন। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন শাকিব।
দ্বিতীয়বার শিল্পী সমিতির সভাপতি পদে শপথ নিয়ে শাকিব বলেন, ‘শিল্পীরা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। শিগগিরই একটি বনভোজন করার পরিকল্পনা আছে আমাদের। নবীন-প্রবীণদের নিয়ে শিল্পীদের কল্যাণে ভালো কিছু কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা আশা করছি।’