শহীদ মিনারে অনন্তকে শেষ শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ২:১৩:৫৮,অপরাহ্ন ১২ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন ব্লগার অনন্ত বিজয় দাশ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের মানুষ তার মরদেহ একনজর দেখার জন্য ভীড় জমান। মঙ্গলবার বিকেলে তার মরদেহ শহীদ মিনারে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরী হয়।
বিকাল ৫টায় শবদেহ দাহ করার জন্য নগরের চালিবন্দর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চ সিলেটের নেতারা।
এদিকে অনন্ত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্ধেগ প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বলেন, অনন্ত হত্যাকাণ্ড আমাদের সমাজের জন্য একটি হুমকির বার্তা। এ ধরনের হত্যাকারীদের এখনই রুখতে হবে। অন্যথায় এর পরিণতি হবে আরও ভয়াবহ। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ বলেন, এই অপশক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে নির্মূল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।
‘বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ হত্যাকাণ্ড থেকে প্রত্যেকটি হত্যার আইনানুগ প্রতিকার না হওয়ায় মুক্তমনা লেখকরা একেরপর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন,’ বলেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
এর আগে সকালে নগরীর সুবিদবাজার বন কলাপাড়া পুকুরপাড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন অনন্ত। পরে দুপুরে এক টুইটবার্তায় তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসার বাংলা-৮ নামে একটি সংগঠন।
অনন্ত হত্যার প্রতিবাদে মহানগরে ১৩ মে বুধবার আধা বেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ সিলেট।