শনি-রোববার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৩৮,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা মতিউর রহমান হত্যার প্রতিবাদ ও শিবগঞ্জে যৌথবাহিনীর অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শনি ও রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও ২০ দলের মুখপাত্র অধ্যাপক মো. শাহজাহান আলী মিঞা এ হরতাল ঘোষণা করেন।
উল্লেখ্য, শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান বৃহস্পতিবার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর আগে বিকেলে তাকে আটক করে র্যাব।