শনিবার রাত থেকেই রাজধানীতে ৫ গাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ২:২১:৪২,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর কাকলী, খিলগাঁও ও যাত্রাবাড়ীতে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৭টার দিকে কাকলী রেলক্রসিংয়ের সামনে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে খিলগাঁওয়ের মৌচাক মার্কেটের সামনে একটি প্রাইভেটকারে এবং যাত্রবাড়ীতে দুইটি বাসে ও একটি কাভার্ডভ্যানে আগুন দেয়
দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীর থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান বলেন, ‘একটি বাস ও কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’