শত্রুতার জেরে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৬:২১:২৩,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নওগাঁর বদলগাছী উপজেলার জিভিরপুর গ্রামে মজিদুল ইসলাম (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের পাশের খেলার মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মজিদুল জিভিরপুর গ্রামের জোব্বারের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফেরেননি মজিদুল। সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, এ ঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।