শক্তিশালী ভূমিকম্পে নেপালে দেড় শতাধিক মানুষ নিহত
প্রকাশিত হয়েছে : ১০:২০:২৮,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
বাংলাদেশ ভারত ও নেপালে সংঘটিত হওয়া আজকের ভূমিকম্প বিগত ৮০ বছরের মধ্যে হিমালয় এলাকায় সবচেয়ে তীব্র মাত্রার ভূমিকম্প। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজকের ভূমিকম্পে নেপালে প্রায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর প্রসিদ্ধ দারাহারা ভবনটি ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপে ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তা জোরালোভাবে অনুভূত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তীব্রতা ৭.৯। ভূমিকম্পে কাঠমান্ডু ও পোখারায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, ভূমিকম্প ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট স্থায়ী হয়। এই ভূ-কম্পন নয়াদিল্লিসহ ভারতের পুরো সীমান্তা এলাকাজুড়ে অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমেও এ কম্পন অনুভূত হয়। পাকিস্তানেও এ ভূমিকম্প অনুভুত হয়েছে।