আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর জানা গেছে। স্থানীয় সময় সোমবার বিকাল সোয়া ৫ টায় এই ভূমিকম্প আঘাত হানে।
জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পে ফিলিপাইনের একটি এয়ারপোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এসব জানা গেছে।
সূত্র : বিবিসি