লেবাননে ৩ বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:১০:৪২,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
প্রবাস ডেস্ক :: নর্থ লেবাননের ত্রিফলী টাউনের নিজেদের বাসার কাচের জানালা-দরজায় অতিরিক্ত ঠান্ডায় বরফ জমে অক্সিজেন সংকট ও কার্বন-ডাই অক্সাইডের কারণে লেবানন প্রবাসী ৩জন বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের ৩ জনের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। রোববার গভীর রাতে এ র্দুঘটনা ঘটে।
মৃতরা হলো, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের অলি উল্যার ছেলে মোঃ জহির উদ্দিন (২৬), একই উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের চেরাং বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে দ্বীন ইসলাম বাবুল (৩৫), জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নব গ্রামের নাদু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০) ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় তারা লেবাননের ত্রিফলী টাউনে একটি বহুতল ভবনের তাদের কক্ষে ঘুমানোর জন্য যায়। অতিরিক্ত শীতের কারণে একটি বালতিতে আগুনের শিখা দিয়ে শীত নিভারনের চেষ্টা করে। পরে ওই বালতির আগুন নিভিয়ে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু আগুন পুরোপুরি না নিভে আবার জ্বলে উঠে। এতে ধোয়ার সৃষ্টি হয় ও দরজা-জানালার ফাঁকে বরফ জমে থাকায় বাহিরে তা নির্গত হতে না পারায় অক্সিজেন সংকট এবং আগুনের শিখা থেকে উৎপন্ন কার্বন-ডাই অক্সাইডের বিস্তারের কারণে তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয় প্রশাসন ওই কক্ষ থেকে নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। তাদের এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে নিহতদের মৃতদেহ বাংলাদেশে আনতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা কামনা করা হয়েছে।
স্ব-স্ব স্থানীয় জনপ্রতিনিধিরা লেবাননে তিন নোয়াখালীর যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।