লেবাননে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:০০:২০,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক: লেবাননের বৈরুতে মো. দিদার নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের বাড়ি কুমিল্লার লাকসামে।
জানা যায়, দিদার বৈরুতের একটি ক্লিনার কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় তিনি একটি ভবনের তৃতীয় তলার জানালার কাচ পরিস্কার করছিলেন। এসময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।