লুমিয়া ফোনে এবার উইন্ডোজ ১০
প্রকাশিত হয়েছে : ১০:০৬:২০,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক:: নোকিয়ার নাম পরিবর্তনের কথা আগেই জানানো হয়েছিল মাইক্রোসফট সংস্থার পক্ষ থেকে। এবার লুমিয়া সিরিজের ফোনের সফটওয়্যারেও হতে চলেছে পরিবর্তন। লুমিয়া ফোনে এবার মিলবে উইন্ডোজ ১০।
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নোকিয়ার নাম পরিবর্তন হয়ে বাজারে আসা মাইক্রোসফটের ফোনগুলোতে সফটওয়্যার আপডেট করা হবে। উইন্ডোজ আটের পরিবর্তে এবার লুমিয়াতে আপগ্রেড করা হবে৷ ফোনগুলোতে এবার দেওয়া হবে উইন্ডোজ ১০৷
তবে কবে উইন্ডোজ ১০-এর ফোন বাজারে আসবে সে বিষয়ে কিছু জানান হয়নি সংস্থার পক্ষ থেক।