লুঙ্গি পরেই রাস্তায় নামলেন ত্রাণমন্ত্রী মায়া!
প্রকাশিত হয়েছে : ৫:২৮:২৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
সংবাদ ২১ ডটকম :: ৫ জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচিতে ‘লুঙ্গি’ পরেই দলীয় কার্যালয়ের সামনে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এর আগে ২৩ ডিসেম্বর এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কার কত ক্ষমতা তা দেখতে ৫ জানুয়ারি তিনি রাস্তায় নামবেন লুঙ্গি পরেই নামবেন।
সেই কথানুযায়ী সবাইকে অবাক করে দিয়ে তিনি ঠিকই লুঙ্গি পরে আজ সোমবার দলীয় কর্মসূচি পালনে রাস্তায় নেমেছেন। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাকে সাদা লুঙ্গি পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে।