লিজেন্ড বাদল আজীবন নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ৯:০৭:০৬,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও বোর্ড পরিচালকদের প্রতি আপত্তিকর মন্তব্য করায় ক্রিকেটীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশসেরা ক্রীড়া সংগঠক ও ক্রিকেট ক্লাব লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে। এছাড়া ক্লাবটির যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম টিটুকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) ডিসিপ্লিন কমিটির সিদ্ধান্তের আগ পর্যন্ত ক্রিকেট থেকে এই দুইজনকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে সিসিডিএম এর চেয়ারম্যান আজম নাসির জানান, ‘সাময়িকভাবে ক্রিকেটীয় কর্মকান্ড থেকে লুৎফর রহমানকে নিষিদ্ধ করা হয়েছে। বিসিবির ডিসিপ্লিনারী কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবেন এঁরা দুজন। তবে তার ক্লাব লিজেন্ড অব রূপগঞ্জ খেলা চালিয়ে যেতে পারবে। ’
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডিসিপ্লিন কমিটির কাছে লুৎফর রহমান বাদল ও ক্লাবটির যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম টিটুর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সিসিডিএম।
৪ ডিসেম্বর মিডিয়ায় লুৎফর রহমান বাদল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইসমাঈল হায়দার মল্লিককে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার পর থেকেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্লাব অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং আম্পায়ারর্স ও স্কোরারর্স অ্যাসোসিয়েশন এবং জাতীয় দলের সাবেক অধিনায়করা এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে লুৎফর রহমান বাদল এবং তার ক্লাব লিজেন্ড অব রূপগঞ্জকে ক্রিকেট থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই সিসিডিএম মঙ্গলবারের সভায় এই সিদ্ধান্ত নেয়।
এদিকে, মঙ্গলবার বিকেলে লুৎফর রহমান বাদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।